বারাসাতে স্পার আড়ালে চলছিল অবৈধ শ্লীলতাহানি ও শোষণ চক্র, নাবালিকা-সহ ১১ নারীকে উদ্ধার করল পুলিশ

বারাসাত (কলকাতা), পশ্চিমবঙ্গ:
বারাসাতের ফর্চুন টাউনশিপ এলাকায় একটি স্পা সেন্টারের আড়ালে চলা অবৈধ শ্লীলতাহানি ও শোষণ চক্রের পর্দাফাঁস করল পুলিশ। এই অভিযানে এক নাবালিকা কন্যাসহ মোট ১১ জন নারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনায় স্পা সেন্টারের ম্যানেজারকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকা কন্যাটির পরিবার আশোকনগর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু হয়। তদন্তের সময় পুলিশ জানতে পারে, ওই কিশোরীকে দীর্ঘ কয়েক মাস ধরে স্পা সেন্টারে কাজের নাম করে জোরপূর্বক রাখা হয়েছিল এবং তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল।

এরপর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বারাসাতের ফর্চুন টাউনশিপে অবস্থিত ওই স্পা সেন্টারে পুলিশ হানা দেয়। অভিযানে সেখান থেকে মোট ১১ জন নারীকে উদ্ধার করা হয়। সকলকে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে।

এই ঘটনায় স্পা সেন্টারের ম্যানেজার ইজরায়েল শেখ (Israel Sheikh)-কে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরও ৪ জনকে সন্দেহভাজন হিসেবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ মনে করছে, এর সঙ্গে একটি বড় চক্র জড়িত থাকতে পারে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,

“মামলার গুরুত্ব বিবেচনা করে উদ্ধার হওয়া নারীদের কাউন্সেলিং ও আইনি সহায়তা দেওয়া হবে। মানব পাচার ও শোষণ সংক্রান্ত একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে।”

বর্তমানে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তি ও সম্ভাব্য মানব পাচার নেটওয়ার্কের খোঁজে বিস্তারিত তদন্ত চলছে


🔎 ঘটনার প্রধান দিকগুলি (Key Highlights)

  • বারাসাতের ফর্চুন টাউনশিপে স্পার আড়ালে চলা শোষণ চক্রের পর্দাফাঁস

  • নাবালিকা-সহ মোট ১১ জন নারী উদ্ধার

  • মূল অভিযুক্ত স্পা ম্যানেজার ইজরায়েল শেখ গ্রেপ্তার

  • আরও ৪ জন সন্দেহভাজন পুলিশি হেফাজতে

  • মানব পাচার ও শোষণ সংক্রান্ত ধারায় মামলা, তদন্ত চলমান